বই: এক
লেখক : ড.আবু আমিনাহ বিলাল ফিলিপস
প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
বিষয় : ঈমান আক্বিদা ও বিশ্বাস, শিরক, বিদয়াত ও কুসংস্কার
প্রত্যেক মুসলিমের তাওহীদ (আল্লাহর একত্ববাদ) সম্পর্কে জানা আবশ্যক। কারণ তাওহীদ সম্পর্কে না জানলে আমরা সহজেই শির্কে জড়িয়া যাবো।শির্ক কাকে বলে, শির্ক এর প্রকারভেদ গুলো কি কি। শির্ক থেকে বেচেঁ থাকার একমাত্র উপায় হলো তাওহীদ সম্পর্কে জানা।
আল্লাহ তায়ালা বলেছেন” নিশ্চয়ই শির্ক চরম জুলুম”। শির্কের চেয়ে নিম্ন পর্যায়ের যে কোন গুনাহ আল্লাহ তা‘আলা ইচ্ছে করলে ক্ষমা করে থাকেন। কিন্তু শির্ক ক্ষমা করেন না।
তাই শির্ক এর ব্যপারটি জানা খুব গুরুত্বপূর্ণ।
বইটিতে তাওহীদের প্রকারভেদ, শির্কের প্রাকারভেদ, অশুভ লক্ষণ, ভাগ্য গণনা, জ্যোতিষশাস্ত্র, জাদু বিদ্যা, পীর পূজা ও কবর পূজা সহ আরো বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে।
লেখক অত্যন্ত সার্থকভাবে অল্প কথায় তবে ভীষণ অর্থবহ এই ব্যাপার গুলো বোঝানোর চেষ্টা করেছেন।
এতটা সাবলীল ভাষায় লেখা যা সহজেই সকলের বোধগম্য।
সিয়ান পাবলিকেশনও যথেষ্ট সুন্দর করে সবার সামনে সেটা উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু তায়ালা তাদের উত্তম প্রতিদান দান করুন।
একবার পড়ে শেষ করে রেখে দিলাম এটা সেই ধরণেরর বই না। বইটা পড়ে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় শির্ক এর মূল। খুঁজে বের করে তা উপড়ে ফেলতে হবে আর দিকনির্দেশনা দেবে এই বই ।ইনশাআল্লাহ।
মুদ্রিত মূল্য: ৪৫০/-