আমরা বর্তমান বুঝে উঠতে পারি না আমরা কোন মোহে দৌড়াচ্ছি? কার থেকে পালানোর চেষ্টা করছি? আর দিনশেষে চিন্তা করি নাহ তার ফলাফল কি আদও উপভোগ করার মতো হবে?
দুনিয়ার এত রং এ মাখা স্বপ্ন, সাফল্য, বিলাসীতা আমাদেরকে কি পরিতৃপ্তিটাই দিবে? আমরা নিজেরাই চোখে কালো চশমা পরে আলো খুঁজে বেড়াচ্ছি।
আমরা কি আসলে অনর্থক সৃষ্টি হয়ে গেছি? আর অনর্থক মৃত্যু আমাদের আলিঙ্গন করবে? কোনো মানে নেই এই ছোট জীবনটার? সৃষ্টিকর্তা আছেন তা বিশ্বাস করাই যথেষ্ট মনে করছি?
তাহলে কেন তিনি যুগের পর যুগ নবি রাসূলগণ পাঠিয়েছেন এই মুক্তমনা দুনিয়াতে?
বিলাসিতা, সফলতা, অর্থ, বিত্ত, ক্ষমতাই কি সব? তাহলে আমাদের উদ্দেশ্য কি?আমাদের রবকে আমরা চিন্তে পেরেছি সঠিকভাবে? তিনি কি কিছু আশা করেন আমাদের থেকে?এই চোখ ধাধানো দুনিয়াটাই বা কি?
অবশ্যই উত্তর আছে আমাদের আল কুরআনে আর আমাদের জন্য প্রেরিত রাসূলের জীবনকথায়।
আর তা সুন্দর করে, হৃদয়স্পর্শী করে সাজিয়ে তুলেছেন লেখক জাকারিয়া মাসুদ তার “তুমি ফিরবে বলে ” বইটিতে।
একনজরে বইটি –
বই: তুমি ফিরবে বলে
লেখক: জাকারিয়া মাসুদ
প্রকাশনী: সমর্পণ প্রকাশন
মূদ্রিত মূল্য: